নিয়মিত পড়ার রুটিন (6-9) শ্রেনী

পড়ার রুটিন (6-9) শ্রেনী :- ভাল রেজাল্ট করতে সবাই চাই। সবাই চাই ভাল ভাবে পড়তে কিন্তু ভাল একটা রুটিন করতে না পারার কারণে নিয়মিত মনোযোগ সহকারে পড়া হয়ে ওঠে না অনেকের।

আমি চেষ্টা করলাম নিয়মিত মনোযোগ সহকারে  পড়ার একটা রুটিন করে দিতে।আশা করি উপকৃত হবে সবাই।
আমরা যারা মুসলিম তারা অবশ্যই ফজরের নামাজ পড়তে উঠব ইনশাআল্লাহ।এবং নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ব।নামাজের পর ২৫-৩০ মিনিট কোরান তেলোয়াত।
সকাল (৬ঃ৩০ -৮ঃ৩০) মিনিট  ঃ- এই সময় নিজের নির্বাচিত বিষয়ে পড়া।
সকাল (৮ঃ৩০- ৯ঃ১৫) মিনিট ঃ এই সময় নাস্তা, গোসল। এর পর স্কুলে যাওয়া। স্কুল থেকে এসে খেলাধুলা, টিচারের কাছে যাওয়া।
সন্ধ্যা (৬ঃ৩০-৯ঃ৪৫) মিনিট ঃ এই সময় প্রথমে টিচারের পড়া তৈ্রি করা, এরপর স্কুল এর পড়া তৈ্রি করা, এরপর নিজে থেকে ২টা বিষয় পড়া।
রাত ৯ঃ৪৫ মিনিটে পড়া থেকে ওঠে রাতের খাবার খাওয়া।তারপর কিছুক্ষন টিভি দেখা, বা নিজের পছন্দের কোন কাজ করা। এতে মন ভাল থাকবে।
রাত ১০ঃ৪৫ মিনিটে ব্রাশ করে ঘুমাতে যাওয়া। কারণ বেশি রাত জাগা স্বস্থ্যের জন্য ভালো নয়।

এভাবে নিয়মিত পড়লে ইনশাল্লাহ উপকৃ্ত হবে সবাই। সবারই ভালো রেজাল্ট হোক দোয়া করি।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.