কিভাবে মোবাইলে আয় করা যায়-Online earn by Mobile

কিভাবে মোবাইলে আয় করা যায়-Online earn by Mobile


  মোবাইলে আয় করতে যারা আগ্রহী তাদের জন্য আমি কিছু বিষয় তুলে ধরব যার মাধ্যমে মোবাইলে সহজে আয় করা যায়।কাজ জানলে এখান থেকে লাইফ টাইম আয় করা যায়।যে সব সাইটে কাজ পাওয়া যায় Frelancher.com/Fiber.com/Upwork.com এছাড়া আরো কিছু সাইট আছে যা আপনি একটু খুজলে পাবেন।

কেউ কেউ মোবাইল এপস এর মাধ্যমে ও আয় করেন কিন্তু সেখানে  কোন মাসে টাকা দেয় আবার কোন মাসে দেয় না।আবার কিছু দিন পর আবার বন্ধ হয়ে যায়। আবার কিছু কিছু পি টি সি সাইট আছে যেখানে কাজ করতে ধৈর্য্য লাগে অপরিসীম।সব কাজে ধৈর্য্য লাগে কিন্তু এক্ষেত্রে খুব বেশিই লাগে।সারা দিন বা সারা মাস কাজ করে খুব অল্প আয় হয়।আপনি চাইলে নিচের যে কোন একটা বা যেটা আপনি পারবেন সে রকম একটা কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম আয় করতে পারবেন।

কিভাবে মোবাইলে আয় করা যায়

Online earn by Mobile,earn money online
Online earn by mobile

মোবাইলে আয় করার বিভিন্ন ক্যাটাগরির কাজ আপনি মার্কেট প্লেস গুলোতে পাবেন ,তার মধ্যেঃ-

১।Virtual Assistant:-  ভার্চুয়াল এসিসটেন্ট এর কাজ হলো কোন ক্লায়েন্ট তার নিজের বা ব্যবসার বিভিন্ন কাজের জন্য আপনাকে বলবে। যেমনঃ-ফোন কল রিসিভ করা ,ই-মেইল ,মেইনটেন করা, কোন ডাটা কালেকশন করা, বিজনেস মিটিং ফিক্সড করা, বিজনেস পার্টনারদের সাথে কমিউনিকেশন করা আর ও অনেক কাজ থাকতে পারে।  ক্লায়েন্টের হয়ে আপনাকে কাজ গুলো করে দিতে হবে।

২।Social Media Assistant:-  ক্লায়েন্টের বিভিন্ন Social media (ফেসবুক,টুইটার,ইনস্ট্রাগ্রাম) এইসব মিডিয়া যেভাবে বলবে সেভাবা পরিচালনা করা।

৩।Transcription:-  এটা হলো ক্লায়েন্ট কোনো একটা অডিও ফাইল দিবে সেটি শুনে শুনে কথা গুলো হুবহু যে কয়জন কথা বলবে তা স্পিকার 1, স্পিকার 2, এভাবে ডাইলগ আকারে লিখে দিতে হবে।

৪।Customer Support:-  এটাতে কোনো কোম্পানি তাদের একটা ভার্চুয়াল নাম্বার আপনাকে দিবে সেখানে কোনো কল আসলে কোম্পানির হয়ে ক্লায়েন্টকে তার প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করতে হবে।

৫।Blog posting:-  ক্লায়েন্ট যে ধরণের ব্লগের নাম দিবে সেসব ব্লগে যে ধরনের আর্টিকেল দিবে বা লিখতে বলবে সে ধরনের আর্টিকেল লিখে পোস্ট করা।

৬।Artical Re Writing:-  এটা হলো ক্লায়েন্ট একটা লেখা দিবে এবং সেটাকে যেভাবে সাজিয়ে লিখতে বলবে ঠিক সেভাবে দেখে দেখে লিখে দিতে হবে। এটাকে কপি পেস্ট কাজ ও বলে।

৭।Translation and Language:-   এধরণের কাজ গুলোতে ক্লায়েন্ট যে ভাষার লেখা থেকে যে ভাষায় Translat করে দিতে বলবে সে ভাষায় করে দিতে হয়।এক্ষেত্রে আপনার ৩/৪ টি ভাষা জানা থাকতে হবে বেশি কাজ করার জন্য।

এছাড়া আর ও  আছে ফোরাম পোস্টিং,মেডিকেল রাইটিং, প্রোডাক্ট ডেসক্রিপশন ইত্যাদি।

একটু ধৈর্য্য ধরে বিষয় গুলো নিয়ে Youtube, Google বা Internet এ সার্চ দিয়ে ভাল ভাবে কাজ বুঝে নিয়ে যেসব মার্কেট প্লেসে আপনার পছন্দের কাজ পাওয়া যায় সেখানে শুরু করে দিন।একটু সময় দিলে ও পরিশ্রম করলে অল্প দিনে  সব  শিখে যাবেন এবং ধীরে ধীরে দক্ষ হয়ে লাইফ টাইম ইনকাম করতে পারবেন, ইনশাল্লাহ!


No comments

Theme images by Flashworks. Powered by Blogger.