পার্ট টাইম জব পড়া-লেখার পাশাপাশি আয়
পড়া-লেখার পাশাপাশি পার্ট টাইম জব- আমার মতে স্টুডেন্টদের পড়ার পাশাপাশি পার্ট টাইম কোন কাজ করা উচিত।এতে অর্থ উপার্জনের সাথে সাথে অভিজ্ঞতা ও বাড়বে।
যদি আপনি পার্ট টাইম কোন কাজ করতে চান তো নিচে কয়েকটি কাজের তালিকা দেয়া হলো।যেকোন একটিতে কাজ শুরু করে দিতে পারেন।
১।যোগাযোগ/ Appointment Setter:-যদি আপনার মানুষের সাথে ভাল যোগাযোগ দক্ষতা থাকে, তাহলে আপনি কোন কোম্পানির হয়ে তাদের বিক্রেতাদের জন্য অ্যপয়েন্টমেন্ট সেট এর কাজ করতে পারেন। আপনি তাদের গ্রাহকদের কল করে বা কোম্পানী যা কাজ দেয় তা করে দিতে পারেন।
২।ব্র্যান্ড অ্যম্বেসেডরঃ- কোন কোম্পানীর হয়ে তাদের পণ্য ভোক্তাদের কাছে পণ্যের উপকারিতা, পণ্যের নমুনা তুলে ধরার কাজ করতে পারেন।
৩। কাস্টমার সেবাঃ- যদি মানুষের সমস্যা শুনা ও বুঝার মত ধৈর্য আপনার থাকে তাহলে অনলাইনে অনেক সুযোগ আছে এই বিষয়ে কাজ করার।গ্রাহকদের সমস্যা গুলো শুনা ও সমধানে সাহায্য করা।
৪।সুপার শপে কাজঃ- আজকাল সুপার শপ বাড়ছে।এখানে তরুণ ও শিক্ষিত ছেলেমেয়েদের নিয়োগ দেয়া হয়। এখানে দুই ধরণের কাজ থাকে, ১- ডেলিভারী ।২- শপের কাস্টমার কেয়ার করা।
৫। কল সেন্টার ঃ- মোবাইল ফোন কোম্পানিগুলো শিক্ষার্থীদের বেশকিছু পার্ট টাইম জবের সুযোগ দেয়। একটু স্মার্ট, ইংরেজী জানা, কন্ঠ ভালো ও উচ্চারণ শুদ্ধ হলেই হবে।
৬।ইভেন্ট ম্যানেজমেন্টঃ- এখন আমাদের দেশে বহুল জনপ্রিয় কাজ ইভেন্ট ম্যা্নেজমেন্ট। স্মার্ট তরুণ তরুণীদের চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয় এখানে। কাজগুলো হয় দিন, সপ্তাহ বা মাসভিত্তক।
৭।ফ্যাশন হাউসঃ- বিভিন্ন ফ্যাশন হাউস ক্রেতাকে তাদের পণ্য বাছাই করতে, পণ্য কিনতে সাহায্য করার জন্য কিছু বিক্রয় সহযোগি নিয়োগ দেয়।এখানে শিক্ষার্থীরা পার্ট টাইম কাজ করতে পারে।
পার্ট টাইম জব
পার্ট টাইম জব |
১।যোগাযোগ/ Appointment Setter:-যদি আপনার মানুষের সাথে ভাল যোগাযোগ দক্ষতা থাকে, তাহলে আপনি কোন কোম্পানির হয়ে তাদের বিক্রেতাদের জন্য অ্যপয়েন্টমেন্ট সেট এর কাজ করতে পারেন। আপনি তাদের গ্রাহকদের কল করে বা কোম্পানী যা কাজ দেয় তা করে দিতে পারেন।
২।ব্র্যান্ড অ্যম্বেসেডরঃ- কোন কোম্পানীর হয়ে তাদের পণ্য ভোক্তাদের কাছে পণ্যের উপকারিতা, পণ্যের নমুনা তুলে ধরার কাজ করতে পারেন।
৩। কাস্টমার সেবাঃ- যদি মানুষের সমস্যা শুনা ও বুঝার মত ধৈর্য আপনার থাকে তাহলে অনলাইনে অনেক সুযোগ আছে এই বিষয়ে কাজ করার।গ্রাহকদের সমস্যা গুলো শুনা ও সমধানে সাহায্য করা।
৪।সুপার শপে কাজঃ- আজকাল সুপার শপ বাড়ছে।এখানে তরুণ ও শিক্ষিত ছেলেমেয়েদের নিয়োগ দেয়া হয়। এখানে দুই ধরণের কাজ থাকে, ১- ডেলিভারী ।২- শপের কাস্টমার কেয়ার করা।
৫। কল সেন্টার ঃ- মোবাইল ফোন কোম্পানিগুলো শিক্ষার্থীদের বেশকিছু পার্ট টাইম জবের সুযোগ দেয়। একটু স্মার্ট, ইংরেজী জানা, কন্ঠ ভালো ও উচ্চারণ শুদ্ধ হলেই হবে।
৬।ইভেন্ট ম্যানেজমেন্টঃ- এখন আমাদের দেশে বহুল জনপ্রিয় কাজ ইভেন্ট ম্যা্নেজমেন্ট। স্মার্ট তরুণ তরুণীদের চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয় এখানে। কাজগুলো হয় দিন, সপ্তাহ বা মাসভিত্তক।
৭।ফ্যাশন হাউসঃ- বিভিন্ন ফ্যাশন হাউস ক্রেতাকে তাদের পণ্য বাছাই করতে, পণ্য কিনতে সাহায্য করার জন্য কিছু বিক্রয় সহযোগি নিয়োগ দেয়।এখানে শিক্ষার্থীরা পার্ট টাইম কাজ করতে পারে।
পার্ট টাইম জব
No comments