পেটের বাড়তি চর্বি বা মেদ কমানোর টিপস

 পেটের বাড়তি চর্বি বা মেদ কমানোর টিপস ঃ- শরীরের বাড়তি মেদ আমাদের কারোর পছন্দ নয়। এটি সৌ্ন্দর্য নষ্ট করে  এবং যে কোন কাজে বাধা হয়ে দাঁড়ায় । তাই আজ আমি একটি পানিয় তৈ্রির কথা বলব যা নিয়মিত পান করলে মেদ দ্রুত কমে যাবে।

বাড়তি মেদ কমাতে

উপকরন ঃ- ১। আদা ১ টুকরো                  ২। লেবু ২ টি 

প্রনালী ঃ- আদা ধুয়ে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এরপর ২ টি লেবুর রস নিংড়ে খোসা নিন। এরপর একটি পাত্রে আধা লিটার পানি নিয়ে ওখানে অর্ধেক থেতো করা আদা ও লেবুর খোসা দিয়ে ৮/১০ মিনিট ভালো করে ফুটয়ে নিন। এরপর এই সিদ্ধ পানিতে আধা চা চামচ ব্ল্যাক সল্ট বা কালো লবণ মিশিয়ে নিন। এরপর এটি অন্য  একটি পাত্রে ছেঁকে নিন। এই পানিয় প্রতিদিন ১ কাপ দিনে ২ বার করে পান করতে হবে। সকালে নাস্তার পর এবং রাতে রাতের খাবার এর পর পান করতে হবে। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে পার্থক্য দেখতে পাবেন।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.