10 Tips for kitchen রান্না ঘরের টিপস

10 Tips for kitchen ১০ টিপস= রান্না ঘরের জন্য


রান্না ঘরের টিপস

আমরা যারা বাসায় থাকি তাদের জন্য রান্না ঘর পরিষ্কার রাখা খুব জরুরি।আর তার জন্য আমি আমার জানা কিছু টিপস শেয়ার করতে চাই।

 Kitchen Cleaning
Kitchen Cleaning রান্না ঘর পরিষ্কার

 ১০ টিপস= রান্না ঘরের জন্য


১।বেসিন ফ্রেশ করতে একটা বাটিতে লেবুর রস,পানি,ভিনিগার,বেকিং সোডা,সামান্য লিকুইড সাবান একসাথে মিশিয়ে তার মধ্যে একটা টয়লেট টিসু ভিজিয়ে রাখুন। এবার ওই টিসু দিয়ে বেসিন পরিষ্কার করুন।

২।কাঠের জিনিস পরিষ্কার করতে একটা বাটিতে লেবুর রস, অলিভ অয়েল ও ভিনিগার একসাথে মিশিয়ে টিসু বা ফোম দিয়ে মুছে ফেলুন।

৩।বাথরুমের দেয়ালের টাইলসে দাগ মুছতে একটা ব্রাশে colgate টুথপেস্ট নিয়ে পরিষ্কার করুন।

৪।বাচ্চারা স্টিকার লাগালে সেটা উঠানোর জন্য তেল,সোডা একসাথে মিশিয়ে কিছু দিয়ে স্টিকারে লাগান এবং ৫ মিনিট অপেক্ষা করুন।এরপর আস্তে আস্তে উঠিয়ে ফেলুন।

৫।স্টিলের ট্রে লালচে হয়ে গেলে সেটাতে বেকিং সোডা ছিটিয়ে দিন এর উপর ভিনিগার স্প্রে করুন এবং ৫ মিনিট অপেক্ষা করুন।এবার বড় সাইজের ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে পরিষ্কার করে নিন।

৬।হাত ধোয়ের বেসিনে পানি যাওয়া বন্ধ হয়ে গেলে বেসিনে প্রথমে সোডা ঢালুন এর উপর ভিনিগার ঢালুন এরপর গরম পানি ঢালুন।

৭।শাওয়ার দিয়ে পানি কম পরলে একটা প্লাস্টিক প্যাকেটে ভিনিগার নিয়ে শাওয়ার এর মুখে বেধে দিন। ২০ মিনিট পর খুলে ফেলুন।

৮।স্টিলের ডেকচির নিচে লালচে হয়ে গেলে সেটাতে লবন ছিটিয়ে তার উপর ভিনিগার ঢালুন এরপর ফোম দিয়ে মুছে ফেলুন।

৯।ওভেনের ভিতর জং এর মত হলে তাতে বেকিং সোডা ছিটিয়ে দিন এর পর ভিনিগার দিন। কিছুক্ষন পর মুছে ফেলুন।

১০।ওভেনের ভিতরের আশপাশ পরিষ্কার করতে একটা বাটিতে ভিনিগার ও পানি মিশিয়ে ওভেনের ভিতর রাখুন এবং  ১০ মিনিটের জন্য ওভেন অন করে দিন।এরপর বাটি বের করে ফোম দিয়ে মুছে ফেলুন।


আর ও টিপস নিয়ে আসব ইনশাল্লাহ সাথে থাকুন। আর আপনার প্রয়োজনীয় টিপস পেতে কমেন্ট করে জানান।

10 Tips for kitchen রান্না ঘর পরিষ্কার

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.