চুল গজাতে পিঁয়াজে ব্যবহার Tips for Hair

চুল গজাতে পিঁয়াজে ব্যবহার Tips for Man
নতুন চুল গজাতে পিঁয়াজের ব্যবহারঃ- নতুন চুল গজাতে পিঁয়াজের রস অনেক উপকারি ভুমিকা পালন করে।পিঁয়াজের রসের সঠিক ব্যবহার করতে পারলে আমরা  নতুন চুল পেতে পারি। পিঁয়াজের রসের সালফার মাথার ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে।নিচে এই বিষয়ে কিছু টিপস আছে।
Tips For Hair
চুল গজাতে পিঁয়াজের রস ,tips
নতুন চুল গজাতে পিঁয়াজের রস ব্যবহারের টিপসঃ-
১।পেঁয়াজ কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ভালোভাবে চিপে রস বের করে মাথার ত্বকে লাগান।১৫-২০ মিনিট রাখুন।এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।
২। পেঁয়াজের রসের সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে নিন । গোসলের পর এই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন।এক দিন পর শ্যাম্পু করে ফেলুন।এভাবে করলে মাথা থেকে পেঁয়াজের গন্ধ আসতে পারে এর জন্য আপনি চাইলে গোসলের আগে ব্যবহার করে ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।
৩।পেঁয়াজর রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাথার ত্বকে লাগান।এক ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন।
৪।দুই চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে লাগান।১৫-২০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।সপ্তাহে অন্তত এক দিন ব্যবহার করুন।
৫।পেঁয়াজ ব্লেন্ড করে এরসাথে সামান্য অলিভ অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগান।দুই ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন।
নতুন চুল গজাতে পিঁয়াজ উপরের যে কোন একটি টিপস  আশা করছি আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.