শীত কালে নবজাতকের যত্ন

শীত কালে বাচ্চার যত্নঃ-শীতকালীন আবহাওয়ায় ঠান্ডা থেকে আপনার বাচ্চাকে কিভাবে রক্ষা করতে পারেন তা জানতে শিশুর যত্ন নেওয়ার টিপসগুলো পড়ুন।
শীতকালে নবজাতকের যত্ন।bdmarketing
শিশুর যত্নের টিপসঃ-
১।হাত ধোয়াঃ- শীতকালে আপনার বাচ্চাকে স্পর্শ করার আগে হাত ভালো ভাবে ধুয়ে ফেলুন বা জীবানুমুক্ত করে ফেলুন।কারন শীতকালে জীবানু আক্রমণ করে বেশী।
২।ব্রেস্ট ফিডিংঃ-ব্রেস্ট ফিডিং আপনার বাচ্চাকে ঠান্ডা ও সংক্রমণ এড়াতে সাহায্য করবে।প্রথম ছয় মাস অবশ্যই বুকের দুধ দিন।এতে থাকা অ্যান্টিবডি ও পুষ্টি উপাদান স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৩।রুম গরম রাখুনঃ-আপনার নবজাতকের জন্য রুমে গরম তাপমাত্রা বজায় রাখুন।
৪।ম্যাসেজ করুনঃ- বাচ্চার রক্ত প্রবাহ ঠিক রাখতে অলিভ অয়েল বা বাদাম তেল দিয়ে শরীর ম্যাসেজ কররন।এটি আপনি বাচ্চার গোসলের আগে বা রাতে শোয়ার আগে করতে পারেন।
৫।নিয়মিত ময়েশ্চারাইজযুক্ত ক্রীম ব্যবহার করুনঃ- বাচ্চার ত্বক ভাল রাখতে নিয়মিত ময়েশ্চারাইজযুক্ত লোশন বা ক্রীম ব্যবহার করুন। একাধিক পণ্য ব্যবহার না করে ভাল একটি পণ্য ব্যবহার করুন।
৬।সময়মত টিকা দিনঃ- আপনার নবজাতককে সময়মত সকল টিকা দিন।এটি শীতকালীন ঋতুতে আঘাত হানা রোগ থেকে শিশুকে নিরাপদ রাখতে সাহায্য করবে।
৭।শিশুর জন্য আরামদায়ক কাপড় ব্যবহার করুনঃ- আপনার শিশুর  জন্য গরম ও আরামদায়ক কাপড় ব্যবহার করুন।সোয়াটার, মোজা,টুপি এগুলো যাতে আরামদায়ক হয় তা নিশ্চিত করুন।

শিশুর ভাল যত্ন নিশ্চিত করুন

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.