ঘরে বসে অনলাইনে আয় করার সেরা ৭ উপায় / Online earn

অনলাইনে আয় করার সেরা ৭ উপায়-আজকাল অনলাইন আমাদের প্রচুর সুযোগ-সুবিধা দিয়েছে ঘরে বসেই আয় করার জন্য।আমি সহজ কিছু উপায় নিয়ে আলোচনা করছি।
কিভাবে ঘরে বসেই একজন গৃহিনী অনলাইনে আয় করতে পারে


আপনি হোন গৃহিনী, চাকরিজীবি কিংবা ছাত্র, পার্টটাইম বা পূর্ণ-সময়ের কাজ যাই হোক না কেন আপনি বাড়িতে বসেই বিশ্বের যে কোন কোম্পানীর হয়েই কাজ করতে পারবেন। আর তা আপনার অনলাইন ক্যারিয়ার বা বাড়তি আয়ের একটা বড় উপায় হতে পারে। নিচে আমি আপনাদের কিছু অতিরিক্ত উপার্জনের সহজ কিছু পদ্ধতি উল্লেখ করছি------
১- ফ্রি ওয়েবসাইট ব্যবহার করেঃ-এটি একটি সহজ ও প্রায়শই উপেক্ষা করা হয় এমন উপায়। এটা বিশ্বাস করা কঠিন যে কোনও ওয়েবসাইট শুধুমাত্র  ভিডিও দেখা, অনলাইনে কেনাকাটা  বা কিছু গেমস বা কিছু task করে দেওয়ার মাধ্যমে অর্থ দিয়ে থাকে। কিন্তু সত্যিই কিছু সাইট টাকা দেয়।
এখানে সাইটগুলোর দেয়া অফারগুলো সম্পূর্ন করতে হবে। হতে পারে তা ফ্রি সাইন আপ করা, গেম খেলা, ভিডিও দেখা, গেমস বা অ্যাপ ডাউনলোড করা, ইন্টারনেট ব্রাউজ, শপিং এবং সার্ভে করা ইত্যাদি। নিচে এইরকম কিছু ওয়েবসাইট এর নাম উল্লেখ্য করা হলোঃ-

  1. Clixsence
  2. Ojooowad
  3. Neobux
  4. swagbucks
  5. Zoombucks
  6. Earnably
  7. Familyclix
  8. Quick reward
২- সার্ভে করাঃ- সার্ভে হতে পারে আপনার অনলাইন আয়ের সেরা সহজ উপায়। বেশির ভাগ সার্ভের কাজ করা সহজ হয় আর সেটা মোবাইল এর মাধ্যমে ও করা যায়।জরিপ সংস্থাগুলোএমন কতগুলো কোম্পানির সাথে জড়িত থাকে যারা তাদের ভোক্তা প্রতিক্রিয়া জানতে চায়। আপনি আপনার মুল্যবান মতামত প্রদানের জন্য টাকা পাবেন।
নিচে এমন কিছু সাইট এর নাম দেয়া হলঃ-
  1. Surveys on the GO
  2. EasyShift
  3. Survey mini
  4. Surveycow
  5. QuickThoughts
৩- সাইন আপ করাঃ- আপনি কি জানেন কিছু ওয়েবসাইট ফ্রি সাইন আপ করার জন্য আপনাকে নগদ অর্থ দিবে। এখানে আপনার ইমেইল ঠিকানা, নাম এবং কিছু তথ্য দিয়ে সাইন আপ বা রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে ।এর জন্য নিচের সাইটগুলো দেখতে পারেন।
     
      1.CashCrate
      2.Swagbucks
      3.PointClub
      4.Ebates
      5.Cash4offers
      6.BeFrugat

৪- গেম খেলেঃ- আপনি যদি গেইম খেলতে পছন্দ করেন তবে এগুলি চেক করে দেখতে পারেন। তারা আপনাকে গেইম খেলার বিনিময়ে অর্থ প্রদান করবে। নিচে এমন কয়েকটি অ্যাপস এর নাম দেওয়া হল---

  1. Perk pop Quiz
  2. Quiz Rewards
  3. Perk Word Search
  4. Swaglq
৫- ফোন লক অ্যাপস ঃ- আপনি হয়ত জানেন না আপনার ফোনের লক স্ক্রীনের মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন। এটি সত্যিই খুব সহজ। এই অ্যাপ গুলো আপনার ফোনের লক স্ক্রীনে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য টাকা প্রদান করে থাকে। আপনি স্বাভাবিকভাবে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন।নিচে কিছু অ্যাপ এর নাম দেওয়া হলোঃ-
    
         1.Slidejoy
       2.Fronto
       3.Paid unlock
       4.Ad Me
       5ScreenPay

এগুলো সব Android ফোনের জন্য।

৬-ছবি বিক্রি করে আয়ঃ -আপনি আপনার মোবাইল, ডিজিটাল ক্যামরা বা এস এল আর দিয়ে ছবি তুলে শুধু আপলোড করুন। যখন এই ছবিটি কেউ কিনবে তখন আপনি টাকা পাবেন।নিচে এমন কিছু সাইটের নাম দেয়া হলোঃ-
  
           1.Clashot
        2.Dreamstime
        3.Foap
        4.EyaEm 
৭-টিভি দেখে আয়ঃ- টিভি আমরা সবাই দেখি। কিন্তু টিভি দেখার মাধ্যমে যদি কিছু বাড়তি আয় করা যায় তা খুব মজার হবে তাই না? অ্যাপ ট্রেলার থেকে টিভি দেখা ও ভিডিও দেখতে অ্যাপলিকেশন গুলি অর্থ দিয়ে থাকে।যেমনঃ-

           1.Perk TV
        2.Rewardable TV

পরিশেষে বলব বাড়ির বাইরে না গিয়ে বিশেষে কোন অনলাইন ট্রেনিং কোর্স না করে আপনিও আপনার বাড়িতে বসেই টাকা আয় করতে পারেন।
যদি আপনার একটি এন্ড্রয়েড ফোন বা ল্যাপটপ থাকে আর ইন্টারনেট সংযোগ থাকে তবে উপরের আলোচিত পদ্ধতির যে কোন একটি চেষ্টা করতে পারেন।

কিভাবে ঘরে বসেই একজন গৃহিনী অনলাইনে আয় করতে পারে



No comments

Theme images by Flashworks. Powered by Blogger.