পরীক্ষায় ভাল নাম্বার পাওয়ার উপায় Tips for Education
পরীক্ষায় ভালনাম্বার পাওয়ার উপায়- পরীক্ষায় ভাল নাম্বার পাওয়া খুবই জরুরী। কারন পড়ালেখায় কেমন
বা স্টুডেন্ট হিসেবে কেমন তা পরীক্ষার নাম্বার দিয়েই সবাই বিবেচনা করে।আর এই নাম্বার
বা গ্রেড তো চাকরি জীবনে অনেক প্রভাব ফেলে।পরীক্ষায় ভাল নাম্বার তোলার জন্য প্রয়োজনীয়
অনুশীলনের পাশাপাশি পরিক্ষার সময় নিজেকে শান্ত রাখা আবশ্যক।
১।প্রতিদিন রিভিশনঃ-একবার
যা শিখেছেন তা প্রতিদিন একবার রিভিশন দেয়া ভাল।এতে পড়াটা ভাল ভাবে বুঝে আসবে এবং দীর্ঘসময়
মনে থাকবে।কারণ যতই পড়িবে ততই শিখিবে।
২।গুরুত্বপুর্ণ
পয়েন্ট নোট করাঃ- শিক্ষক পড়া বুঝানোর সময় যে পয়েন্টগুলো বলে সেগুলো নোট করে নেয়া। এটি
পড়ায় আপনাকে মনোযোগী করে এবং পরীক্ষার সময় প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজে পেতে সাহায্য করবে।
৩।সময় নির্ধারণঃ-
উত্তর লিখা শুরু আগে প্রতিটি প্রশ্নের জন্য সময় বরাদ্দ করা। কিছু প্রশ্নে অন্য প্রশ্নের
চেয়ে বেশি সময় প্রয়োজন হতে পারে সে অনুযায়ী সময় বরাদ্দ করুন যাতে নির্দিষ্ট সময়ে যেন
শেষ করা যায়।
৪।উত্তর পুনরায়
চেক করাঃ-অনেকেই উত্তর দেয়া শেষ করার পর অল্প সময়ের মধ্যে চেক করে।এটি না করে অন্তত
২০ মিনিট আগে লিখা শেষ করে সমস্ত লিখা ভাল ভাবে পড়ে দেখা।প্রতিটি প্রশ্নের উত্তর দেয়া
হয়েছে কিনা।
৫।লেখার ভারসাম্যঃ-যেসব
প্রশ্নের জন্য বেশি লিখার প্রয়োজন নেই সেগুলিতে যেন অতিরিক্ত লিখা না হয়।আবার যে প্রশ্নের
জন্য বিশদভাবে লিখা প্রয়োজন তা সেভাবে লিখা না হলে মুল পয়েন্ট হারিয়ে যাবে।যদি এটি
ভালোভাবে সামঞ্জস্য করা যায় তবে পরীক্ষায় ভাল নাম্বার আসবে।
৬।লিখার সৌন্দর্যঃ-লেখার
সৌন্দর্য, নিপুণতা ভাল নাম্বার পেতে খুবই সহায়ক।উত্তর পত্রের শুরুতে সবচেয়ে ভাল জানা
উত্তরটা দিয়ে শুরু করা ও উত্তর পয়েন্টগুলো হাইলাইট করা।
৭।সুস্পষ্ট উত্তরঃ-
যেখানে সম্ভব একটি চিত্র অঙ্কন করা ও উত্তরগুলোতে মুল পয়েন্ট দেয়া।কোন কাটা কাটি না
করে যতটা সম্ভব উত্তর পত্র পরিচ্ছন্ন রেখে প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে সঠিকভাবে তা
উপস্থাপন করা।
৮।ব্যাকরণ ও বানান
ভুলঃ- বানান ও ব্যাকরণ ভুল যতটা সম্ভব এড়ানো।
৯।উত্তর পত্রে
মনোনিবেশঃ- পরীক্ষার সময় এদিক সেদিক না তাকিয়ে নিজের লিখার দিকে মনোযোগ দেয়া।প্রয়োজনীয়
সকল জিনিস নিজে নিয়ে যাবেন।
আশা করি পরীক্ষায়
ভাল নাম্বার পেতে টিপসগুলো আপনাকে অনেকখানি সাহায্য করবে।
পরীক্ষায় ভালনাম্বার পাওয়ার উপায়
পরীক্ষায় ভালনাম্বার পাওয়ার উপায়
No comments