অ্যান্ড্রয়েড মোবাইল সহজ ব্যবহার ও আকর্ষণীয় করার টিপস


অ্যান্ড্রয়েড মোবাইল সহজ ব্যবহার ও আকর্ষণীয় করার টিপস-বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে। আপনার ফোনটি আরও আকর্ষণীয় ও সহজ ব্যবহার করতে কিছু টিপস উপস্থাপন করছি।
 mobile tips

অ্যান্ড্রয়েড মোবাইল টিপসঃ- Mobile Tips
১।লঞ্চার এপস ব্যবহারঃ- অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য গুগোল প্লে স্টোরে সুন্দর সুন্দর লঞ্চার এপস আছে।সেখান থেকে আপনার পছন্দের এপসটি বেছে নিয়ে ব্যবহার করতে পারেন।তবে খেয়াল রাখতে হবে, যে এপসটি আপনি ব্যবহার করছেন সেটা যেন আপনার মোবাইলকে হ্যাং না করে।কারন কিছু কিছু লঞ্চার এপস মোবাইলকে হ্যাং করে।
২।পাওয়ার সেভিং মোড ব্যবহারঃ- মোবাইলের ব্যাটারি যাতে বেশি খরচ না হয় সেজন্য পাওয়ার সেভিং মোড অন রাখুন।
৩।ভিন্ন কিবোর্ড ব্যবহার করুনঃ- মোবাইলের নির্দিষ্ট কিবোর্ড এর পরিবর্তে প্লে স্টোর থেকে নিজের পছন্দ মত ও সহজ কিবোর্ড ব্যবহার করুন।
৪।গুগোল ক্রোম ব্যবহারঃ- ইন্টারনেট ব্যবহার এর জন্য গুগোল ক্রোম সব চাইতে ভাল।
৫।গুগোল ক্রোমের ডাটা সাশ্রয়ী ব্যবহারঃ- ফোনের ক্রোম ব্রাউজারটিতে “Reduce Data Usage” অপশন ব্যবহার করুন।এতে কম সময়ে ও নিরাপদে পেজ লোড হবে।
৬।ফোনে বেশি এপস ডাউনলোড না করাঃ- আপনার ফোনের স্পীড বজায় রাখতে ও হ্যাং হওয়া থেকে রক্ষা করতে অতিরিক্ত এপস ইনস্টল করা থেকে বিরত থাকুন।
৭।গুগোল ড্রাইভ ব্যবহারঃ- গুগোল ড্রাইভে আপনার প্রয়োজনীয় সব ধরণের ফাইল ব্যাকআপ হিসাবে রাখতে পারেন। প্রয়োজনের সময় কাজে লাগতে পারে।
৮।ফেসবুক লাইট ব্যবহারঃ- ফেসবুক লাইট ব্যবহার করে আপনি ডাটা খরচ বাঁচাতে পারেন। কারন এটি ফ্রিতে ও চালানো যায়।
৯।ডিস্ক ডিগার ফটো রিকভারি ব্যবহারঃ- আপনার ফোনের কোনো ছবি যদি ডিলিট হয়ে যায় তবে এই এপসটির মাধ্যমে আবার তা ফিরে পাবেন।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.