Tips and Tricks- ছেলেদের ত্বক সুন্দর করার টিপস

Tips and Tricks- ছেলেদের ত্বক সুন্দর করার টিপস

ছেলেদের ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস ঃ- ছেলেদের  ত্বক খুব দ্রুত উজ্জ্বলতা হারিয়ে ফেলে বাইরে বেরোনোর কারনে। রোদে পুড়ে হয়ে যায় কালচে। আসুন জেনে নিই কিছু ঘরোয়া উপায়ে উজ্জ্বলতা ফিরে পাওয়ার উপায়।

beauty tips for man

ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস ঃ- 

১। বেসন, লেবুর রস ও কাঠবাদাম একসাথে পেস্ট করে মিশ্রনটি ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি মুখের কালো দাগ দূর করতে সহায়তা করে ও আদ্রতা ধরে রাখে।
২। আলু ও টমেটো পেস্ট প্রতিদিন ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়।
৩। কলা দুধ একসাথে  মিশিয়ে পেস্ট করে মুখে ও ঘাড়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এটি ত্বক মসৃন ও উজ্জ্বল রাখে।
৪। মধু ত্বক উজ্জ্বল ও মসৃ্ন করতে খুব কার্যকর। দই,মধু ও লেবুর রস একসাথে মিশিয়ে ২০ মিনিট ধরে মুখে লাগিয়ে রাখুন। অথবা শুধু মধু মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে মুখ উজ্জ্বল হবে।
৫।মসুরের ডাল, দুধ, লেবুর রস ও চালের গুড়া একসাথে মিশিয়ে পেস্ট তৈ্রী  করুন। ত্বক পরিষ্কার হবে।
৬। ডিমের সাদা অংশ ও মধু  একসাথে মিশিয়ে  ২০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন।এটি ত্বক উজ্জ্বল করবে।
৭। ব্রনের দাগ দূর করতে কর্নফ্লাওয়ার ও শশার পেস্ট করে মুখে লাগান।

পরবর্তীতে ত্বক সুন্দর করার টিপস প্রদান করা হবে। সাথে থাকুন। 

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.