এস এস সি এর পর যা করা যাবে Study Tips
এস এস সি এর পর যা করা যাবে Study Tips
এস এস সি এর পর যা করা যাবে
"আসসালামুয়ালাইকুম" সবাই কেমন আছেন। আজ আমি আলোচনা করব এস এস সি পরীক্ষা যারা দিয়েছেন তাদের উপকার আসে এমন কিছু উপায় নিয়ে।
Polytechnical Engeniering |
Aircraft |
এমন কিছু স্টুডেন্ট আছে যারা পড়ালেখায় এস এস সি তে সাইন্স নিয়ে পড়েছেন ইন্টারে পড়তে চাচ্ছেন না বা এস এস সি এর পর সাইন্স নিয়ে অন্য কোনো লাইন এ যাইতে চান। সকলেই ইচ্ছা করলে পলিটেকনিকে ভর্তি যে কোন ডিপ্লোমা কোর্স যেমনঃ-
১। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং
২। ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং
৩। ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
৪। ডিপ্লোমা-ইন-গ্লাস এন্ড সিরামিক্স
৫। ডিপ্লোমা-ইন-কম্পিউটার ইঞ্জিনিয়ার
৬। ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার
৭। ডিপ্লোমা-ইন-ইলেক্ট্রো মেডিক্যাল -এ
পড়াশুনা করতে পারেন।বর্তমানে এর চাহিদা ব্যাপক। ইঞ্জিনিয়ারিং কোর্স শেষে উপসহকারী প্রকৌশলী হিসেবে কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়া যায় এবং বি এস সি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার সুযোগ আছে "অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স ও ডুয়েট সহ দেশের বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বর্তমানে কর্মক্ষেত্র ও কাজের পরিধি বাড়ছে। প্রতিবছর বেশ কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরীর সুবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ারও সুযোগ পাচ্ছে।তাছাড়া যেকোন বিভাগের স্টুডেন্ট ডিপ্লোমা কোর্স করতে পারে। সব মিলিয়ে বলতে গেলে ডিপ্লোমা কোর্স করে আপনি কিছু না কিছু করতে পারবেন।
তবে এখানে ভর্তি পরীক্ষা দিতে হই। তাই যারা এসব কোর্স এ ভর্তি হতে চান তারা আজ থেকেই ভর্তির জন্য কোচিং করা শুরু করে দিন।বা যারা ডিপ্লোমা কোর্স করছেন তাদের পরামর্শ নিতে পারেন। ভয় পাবার কোনো কারন নেই একটা গাইড কিনে ভালো করে কয়েকদিন পড়লেই পাশ করবেন আশা করি। আর না হলে বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান তো আছেই।
সাইন্স নিয়ে যারা পড়েছেন তাদের জন্য এয়ার ক্রাফট মেইন্টেন্যান্সে ইঞ্জিনিয়ারিং(এরোস্পেস) বা এভিয়েশন হতে পারে অসাধারন।
সারা দেশে ছড়িয়ে থাকা এই ইন্সটিটিউট গুলোতে যেসব বিষয় পড়ানো হই, সেগুলো হলোঃ
১। ইলেক্ট্রিকেল ইলেক্ট্রনিক্স
২। কেমিক্যাল
৩। সিভিল
৪। সিভিল(উড)
৫। কম্পিউটার
৬। আর্কিটেকচার
৭।অটোমোবাইল
৮। ফুড
৯। পাওয়ার
১০। মেকানিক্যাল
১১। ইলেক্ট্রোমেডিক্যাল
১২। টেলিকমিউনিক্যাশন।
১৩। কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
১৪। গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
১৫। এরোস্পেস
১৬। এভিওনিক্স
১৭। সিপ বিন্ডিং
১৮।মেকাটনিক্স।
তাছাড়া আর ও অনেক বিষয় আছে যা নিয়ে আপনি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন।
এস এস সি এর পর
পরিশেষে বলতে চাই শিক্ষার্থীরা কারীগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যানে অগ্রনী ভুমিকা রাখুক।
No comments