Online Earningঅনলাইন আয়ের একটা উপায় Content Writing
Online Earningঅনলাইন আয়ের একটা উপায় Content Writing
Content Writing/ কন্টেন্ট লিখে আয়।
অনলাইনে আয়ের অনেক গুলো উপায়ের মধ্যে কন্টেন্ট রাইটিং বলা যায় কিছুটা সহজ।কন্টেন্ট রাইটিং মানে কোন ওয়েব সাইটে যে কোন বিষয়ের উপর লেখা।অবশ্য বিষয়টা নিয়ে আপনি গুগুলে সার্চ দিয়ে কিছুটা আইডিয়া নিতে পারবেন।কিন্তু হুবহু কপি করতে পারবেন না।
অনলাইন আয়/Content Writing |
কন্টেন্ট রাইটিং দুই প্রকার=
১।টিউটোরিয়াল টাইপঃ=আপনার জানা কোন বিষয়ের উপর স্টেপ বাই স্টেপ এমন ভাবে লেখা যেন সেটা পড়ে যে কেউ কাজটা সহজে করতে পারে। হতে পারে সেটা কোন ওয়েব সাইট কিভাবে খোলা যায় বা কিভাবে কোন ওয়েব সাইটে সাইন আপ করা যায় এই ধরণের সব বিষয়ে লেখা যায়।ভাল না জানলে নতুন যারা তাদের জন্য মুলত কঠিন।
২।প্রোডাক্ট রিভিউঃ=এটা হচ্ছে বিভিন্ন পন্য নিয়ে ওই পন্যের সুযোগ সুবিধা,ব্যবহার,পন্যের গুণগত মান,কোথায় পাওয়া যায় এই সব লিখা।যারা একেবারে নতুন তারা প্রোডাক্ট রিভিউ লিখার কাজ করতে পারেন।
আপনি গুগুলে সার্চ দিয়ে প্রোডাক্ট রিভিউর জন্য Amazon বা Themeforest ওয়েব সাইট থেকে আপনার পছন্দের যে কোন পন্য নিয়ে ওই পন্য সম্পর্কে যাবতীয় তথ্য লিখে কন্টেন্ট রাইটিং শুরু করতে পারেন।আপনার বাছাই করা পন্যের উপর বিভিন্ন সাইট থেকে আইডিয়া নিয়ে লিখতে পারবেন।অবশ্য সত্য কথা হল আপনি আয় করতে হলে আপনার একটা নিজের ওয়েব সাইট থাকতে হবে।আপনার ওয়েব সাইট দিয়েই আপনি ইনকাম করতে পারবেন।শুরুতে আপনি আয় নিয়ে টেনশন করলে আপনি কিছুই করতে পারবেন না। কারণ অনলাইন থেকে আয় করতে অনেক ধর্য্য থাকতে হবে।
কিভাবে নিজের একটা ফ্রি ওয়েব সাইট বানানো যায় তা আমি স্টেপ বাই স্টেপ বলে দিব আমার পরের পোস্টে।আপাতত আপনি প্র্যাকটিস এর জন্য আপনার ফেসবুকে একটা নতুন পেইজ ক্রিয়েট করে ওখানে প্রোডাক্ট রিভিউ লিখা প্র্যাকটিস করুন।বা কিভাবে একটা ওয়েব সাইট বানানো যায় তার উপর একটা ভিডিও দেখে নিতে পারেন।এবং ওখানেই লিখতে পারেন আপনার যেকোন একটি জিনিসের রিভিউ।
আপনি যখন সব ভালো ভাবে বুঝে যাবেন তখন আপনি বিভিন্ন ওয়েব সাইটে সাইন আপ করে ফ্রিল্যান্সার হিসাবে ও কাজ করতে পারবেন।যেমনঃ ফাইবার,আপওয়ার্ক,পিপলপার আওয়ার,ফ্রিল্যান্সার ডট কম ইত্যাদি।
অনলাইনে আয় করতে ধর্য্যই হচ্ছে আপনার প্রধান সম্পদ।সাথে থাকুন আর কমেন্ট করুন।
No comments