Tips and Tricks:- ত্বকের সৌন্দর্য বৃ্দ্ধির উপায়
Tips and Tricks:- ত্বকের সৌন্দর্য বৃ্দ্ধির উপায়
ত্বকের সৌন্দর্য বৃ্দ্ধির উপায় ঃ- আমরা ত্বকের উজ্জ্বলতা বৃ্দ্ধির জন্য অনেক কিছুই করে থাকি। কিন্তু নিয়মিত কিছু খাবার খাওয়ার ফলে যে এই উজ্জ্বলতা পেতে পারি তা আমরা অনেকে জানিনা।
![]() |
beauty tips for beauty tips for skin |
যে খাবার খেলে সৌন্দর্য বাড়বে ঃ- কিছু কিছু খাবার আমাদের ভেতর থেকে সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাহায্য করে। নিচে সে রকম কিছু খাবারের নাম দেয়া হল ঃ-
১। গাজরঃ- গাজরে প্রচুর পরিমানে ভিটামিন-সি ও ক্যারোটিন আছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
২। পেঁপেঃ- পেঁপেতে ভিটামিন-সি,এ,ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যা আমাদের ত্বক পরিষ্কার রাখতে ও ব্রণ মুক্ত রাখতে সাহায্য করে।
৩। টমেটোঃ- ত্বকের জন্য টমেটো খুবই উপকারী। তাছাড়া টমেটো ওজন কমাতে সাহায্য করে।
৪। শাক সবজি ঃ- শাক সবজি শুধু ত্বক নয় পুরো দেহের জন্য উপকারী।
৫। গ্রিন টি ঃ- গ্রিন টি হলো হারবাল পানীয়। এটি ত্বক ও দেহের জন্য খুবই উপকারী। এটি ত্বক নরম রাখে, দাগ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৬। ব্রকলিঃ- ব্রকলিতে আছে ভিটামিন- এ,সি। এটি প্রাকৃ্তিকভাবেই ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে সহায়তা করে।
৭। মাছঃ- সামুদ্রিক মাছে আছে ওমেগা-৩, ফ্যাটি এসিড যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৮।পানিঃ- সরীরে পানির পরিমান কম হলে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। বলিরেখা, ব্রণ ও ত্বক শুষ্ক দেখায়। তাই উজ্জ্বলতা বাড়াতে প্রতিদিন কম করে ১.৫ লিটার পানি পান করতে হবে।
৯। লাল আঙ্গুরঃ- লাল আঙ্গুরে অ্যান্টি অক্সিডেন্ট আছে। এটি ফ্রি র্যাডিকেলের ক্ষতিকর প্রভাবকে প্রতিহত করে ত্বকের বলিরেখা কমায়।
১০। ডালিমঃ- প্রতিদিন ১ গ্লাস ডালিমের জুস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
এই টিপস গুলো ছেলে মেয়ে সবার জন্যই উপকারী।
No comments