Samsung Mobile Codes and Settings Tips

Samsung Mobile  Settings

Samsung  মোবাইল যারা ব্যবহার করেন তাদের জন্য অসাধারণ কিছু সেটিংস আজ বলব যা মোবাইলকে করবে সেভ এবং দুর্দান্ত । আমি বলব কেন এ গুলো জানা প্রয়োজন। এই কোড গুলো দিয়ে আপনি কি কি করতে পারবেন।

Samsung Mobile Codes and Settings Tips
Mobile Codes and Settings

Samsung Mobile Code



IME কোড =

 মোবাইলের IME নাম্বার জানার জন্য কী-পেইড অপশন এ গিয়ে    (*# 06 # )  চাপুন। সিম একটা হলে একটা নাম্বার আসবে ।দুইটা সিম হলে দুইটা নাম্বার আসবে । এই নাম্বার গুলি কোথাও সেভ করে রাখুন।


IME  নাম্বার কেন সেভ করবেন

যদি আপনার মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে হারিয়ে যাওয়া মোবাইল পুলিশের সাহায্যে IME নাম্বার দিয়ে খুজে ফিরে পেতে পারেন । অথবা যদি চুরি হয়ে যায় তাহলে ও এর দ্বারা ফিরে পেতে পারেন বা এই নাম্বারটা দিয়ে মোবাইলটা যাতে আর কেউ ব্যবহার করতে না পারে সে ব্যবস্থা ও করতে পারবেন।


Call Forwading  Code  =


Call Forwading  জানার জন্য  ( *# 61 # ) চাপুন । আপনার ব্যস্ততার সময় কে কে আপনাকে কল করেছে দেখতে পারবেন ।

কেন জানবেন  call forwading  কোড

মোবাইলে অনেকেই call forwading দিয়ে রাখে যাতে গুরুত্বপুর্ণ কোন কাজের সময় ডিস্টার্ব না হয় । এই সময় কেউ কল করেছে কিনা তা দ্রুত জানার জন্য এই কোডটি ব্যবহার করতে পারেন ।

মোবাইল ভার্সন কোড =

মোবাইলটির ভার্সন কি জানার জন্য  ( *# 1234 #  চাপুন। আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন তা কত ভার্সন এর সেটা জানতে পারবেন এই কোড এর মাধ্যমে ।


মোবাইল ভার্সন কোড কেন জানবেন

এটার মাধ্যমে আপনি আপনার ফোন কোন ভার্সনের সেটা যেমন জানতে পারবেন তেমনি আপনি যদি নতুন কো্ন স্যামসাং ফোন কিনতে যান তখন নিজেই চেক করে নিতে পারবেন কোন মডেলের সেটা ।


মোবাইলের Overall  ডিটেলস কোড

কী পেইড এ (  *# 7353 # ) ডায়াল করে মেলোডি, ভাইব্রেশন, স্পীকার, ক্যামরা,লাইট সেন্সর, ব্লু টুথ আর ও অনেক কিছু চেক করা যাবে।

ব্যাটারি স্ট্যাটাস কোড

ব্যাটারি কেমন ,কতক্ষণ চার্জ থাকবে সেগুলো জানতে (  *#  0228 # )  ডায়াল করুন।

মোবাইলের সার্ভিস ফাংশান কোড

সার্ভিস ফাংশান জানতে ( *# 0 *# ) ডায়াল করুন।  এটার মাধ্যমে মোবাইলের কালার ঠিক আছে কিনা , টাচ ঠিক আছে কিনা দেখা যাবে।



এবার কিছু সেটিংস এর কথা বলি , যে গুলো আপনার মোবাইলকে সুরক্ষিত  করবে ।


 Contact নাম্বার ফিরে পেতে


মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে নিজের পুরোনো নাম্বার ফিরে পেতে ........ All Contacts open > Three dot menu ক্লিক > Move device contacts to  ক্লিক > Google  ক্লিক > Ok ক্লিক । আপনার মোবাইলের সব নাম্বার  Google সেভ হয়ে যাবে।আবার যখন প্রয়োজন হবে google থেকে gmail এর মাধ্যমে ফিরে পাওয়া যাবে।


 মোবাইলে মুখে বলে ছবি তোলা


মোবাইলের ক্যামেরা সেটিংস এ Voice Control Settings  ঠিক করে শুধু মুখে বলে ছবি তোলা যাবে। এর জন্য ক্যামরা অন করে  Settings এ ক্লিক > Voice Control ON করে দিতে হবে। ওখানে লেখা থাকবে  Smail , Cheese , Capture , Shoot or Record Video ।এরপর যখনি ছবি তোলবেন বা কোন ভিডিও রেকর্ড করতে চাইবেন মুখে শুধু উপরের শব্দ গুলো বললে ছবি উঠে যাবে বা ভিডিও হয়ে যাবে।


কোন ছবি বা ফাইল গোপন করতে



কোন এপস ছাড়া যেকোন ছবি বা ফাইল লুকিয়ে ফেলার জন্য মোবাইলের ফাইল অপশন এ গিয়ে Device storage  বা  Internal storage এ ক্লিক । Gallery এর ছবি বা ভিডিও লুকাতে হলে DCIM চাপ দিয়ে ধরে সিলেক্ট করতে হবে। এরপর  DCIM  কে  Rename করতে DCIM এর আগে একটা ডট বসিয়ে দিন। এবং সেটিংস এ গিয়ে Show hidden apps  বা  File  অফ করে দিন ।গ্যালারিতে আর কোন ছবি বা ভিডিও দেখা যাবে না । আবার যখন লাগবে  My File > Three dot menu > Settings > Show hidden File on দিন এবং ডট মুছে ফেলুন ।আবার আগের মত হয়ে যাবে।


মজার একটা সেটিংস  Text shortcuts



এর জন্য  Settings > Language and Input > Default Samsung Keyboard > My hotkeys বা Text shortcut > Add shortcut  বা  1 ,2, 3  এভাবে নাম্বার দেয়া  থাকবে সেখানে আপনার পছন্দের যে কোন লেখা লিখে রাখতে পারেন। পরে  IMO   বা  WhatsApp এ মেসেজ লেখার সময়  1 ,2  বা 3 চাপ দিলে  ওই নাম্বার গুলোতে যেগুলো লেখা আছে তা দেখা যাবে । আর না লিখে ওইগুলো সেন্ড করা যাবে।।






No comments

Theme images by Flashworks. Powered by Blogger.