Tips & Triks for face/ত্বকের যত্নে এলোভেরা

Tips & Triks for face/ত্বকের যত্ন


ত্বকের যত্নে এলোভেরা


 এলভেরার ব্যবহারঃ-   আমদের প্রায় বাইরে যাইতে হয় বিভিন্ন প্রয়োজনে।এতে রোদে পুড়ে ত্বক কালো হয়ে যায়।তাছাড়া আরো অনেক কারণে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়।মুখের উজ্জ্বলতা ফিরে পেতে এলোভেরা জেল অনেক ভুমিকা রাখে।


Use alovera on face
Use alovera on face:Tips & triks 


এলোভেরার কিছু ব্যবহার নিম্নে উল্লেখ করছিঃ-

১।তৈলাক্ত ত্বকের জন্য ২ ফোটা এলোভেরা জেল হাতে নিয়ে মুখে ব্যবহার করুন।এটি তৈলাক্ততা দুর করবে।আপনি এই জেল রাতের ক্রীম হিসেবে ও ব্যবহার করতে পারেন।ময়েশ্বারাইজার হিসেবে কাজ করবে।

২।শুষ্ক ত্বকের জন্য ১ টি বাটিতে ১ চা চামচ এলোভেরা জেল ও ১ টি ভিটামিন 'ই' ক্যাপসুল(২০০গ্রাম) এর ভিতরের তেল একসাথে ভালো করে মিশিয়ে মুখে ব্যবহার করুন।

৩।ব্রণের জন্য আধা চা চামচ এলোভেরা জেল,আধা চা চামচ লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে মুখের যে জায়গায় ব্রন আছে শুধু সেখানে লাগান ব্রণ চলে যাবে।

৪।ত্বক মোলায়েম ও উজ্জ্বল করতে ২ চা চামচ মুলতানি মাটি,১ চা চামচ এলোভেরা জেল,সামান্য পানি বাটিতে নিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করুন।পানি দিয়ে মুখ ধুয়ে তারপর প্যাকটি মুখে লাগান এবং ৩০ মিনিট অপেক্ষা করুন।শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

৫।ব্ল্যাকহেডস দুর করতে ১ চা চামচ চিনি,১ চা চামচ এলোভেরা জেল মিক্স করে মুখে ঘষে ঘষে লাগান।


৬।মুখের টোনার হিসাবে ব্যবহার করতে ৪ চা চামচ গোলাপ পানি(Rose water),১ টেবিল চামচ এলোভেরা জেল একটি স্প্রে বোতলে নিয়ে ভালো করে ঝাকিয়ে মিক্স করুন।শোয়ার আগে মুখে স্প্রে করুন।

৭।রোদে পোড়া দাগ দুর করতে এলোভেরা জেল আইস ট্রেতে নিয়ে আইস তৈরি করুন এবং একটি কিউব নিয়ে পোড়া দাগে ঘষুন।

৮।মুখের মেকাপ তুলতে ২ চা চামচ এলোভেরা জেল,১ চা চামচ নারকেল তেল,১ চা চামচ মধু একসাথে মিক্স করে একটি রুমালের সাহায্যে মুখের মেকাপ তুলে ফেলুন।

৯।লাবণ্যতা বাড়াতে ৩ চা চামচ এলোভেরা,৩ চা চামচ মধু মিশিয়ে হাত ও মুখে নিয়মিত ব্যবহার করুন।

১০।মুখের দূর গন্ধ দূর করতে এক কাপ এলোভেরা জেল,আধা কাপ পানি,১৫-২০ ফোটা পিপারমেন্ট এসেন্সিয়েল অয়েল,দুই টেবিল চামচ বেকিং সোডা ভালো করে মিক্স করুন। এটি ব্রাশ করার পর মুখে নিয়ে ভালো করে কুলকুচি করে ফেলে দিন।মাউথ ওয়াশ এর কাজ করবে।

Tips & Triks for face/ত্বকের যত্নে এলোভেরা

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.